ফেঞ্জুগঞ্জ সংবাদদাতা:: ফেঞ্জুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন বলেছেন, জাতি গঠনে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য শিক্ষার কোন বিকল্প নাই। সকলকে মৌলিক শিক্ষা অর্জনের মাধ্যমে আলোকিত মানুষ হিসাবে গড়ে উঠতে হবে। সবাই ঐক্যবদ্বভাবে শিক্ষার উন্নয়নে কাজ করতে পারলে দ্রততম সময়ের মধ্যে কাঙ্খিত সফলতা অজন করা সম্ভব।
৭ জুলাই ফেঞ্জুগঞ্জে হাজী শওকত আলী কল্যাণ ট্রাস্টের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম এবং স্বশিখা দেবনাথের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি জয়নাল আবেদীন।
হাফিজ মিনহাজ উদ্দীনের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চলচ্চিত্র সাংবাদিক সমিতির সম্পাদক গাজী টেলিভিশনের চীফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মাদ্রাসা শিক্ষক মাও. আব্দুল ফাত্তাহ, সমাজসেবী আপ্তার আলী, ফখরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক তারেক আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আফরোজ হোসেন লাভলু, শিক্ষক আব্দুল জাবিদ।
বিগত এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয় স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে।