সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শেখ সাব মিয়া (৪২)নামে এক জেলে নিহত হয়েছে। নিহতের ছেলে মোফাজ্জুল হোসেন (২০) গুরুত্ব আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়,জেলার জামালগঞ্জ উপজেলার হালির হাওরে সকালে ছোট নৌকা নিয়ে মাছ ধরতে শেখ সাব মিয়া ও তার ছেলে মোফাজ্জুল হোসেনকে সাথে নিয়ে হাওরে যায়। এসময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হয়। তারা নিরাপদ আশ্রয়ে যাবার পূর্বে বজ্রপাতে আক্রান্ত হয়। এতে ঘটনাস্থলেই শেখ সাব মিয়া নিহত হয়। আর গুরুত্ব আহত হয় মোফাজ্জুল হোসেন। ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে পাঠায়। গুরুত্ব আহত মোফাজ্জুল হোসেন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসেম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।