fbpx

সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বুধবার, ৩ জুন ২০২০ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আর কখনো ৭-১ দেখতে চান না রোনালদো

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ফুটবল যতদিন থাকবে ততদিন ব্রাজিলকে এই হারের কলঙ্ক মাথায় বয়ে নিয়ে বেড়াতে হবে। ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের হার এখনো মেনে নিতে পারেন না ব্রাজিলিয়ানরা। বিশ্বকাপের সেমিফাইনাল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার এখন তাঁতিয়ে বেড়ায় কিংবদন্তি ফুটবলার রোনালদোকে।

কি ব্রাজিলিয়ান, কি জার্মান, কি সাধারণ ফুটবল সমর্থক! সবার কাছে এটা বেশ আশ্চর্যের ছিল। ব্রাজিলের মত দল বলেই আশ্চর্যের মাত্রাটা একটু বেশিই বৈকি। সেমিফাইনালের আগে ইনজুরিতে পড়ায় সেই ম্যাচে খেলেননি নেইমার। এক ম্যাচ বহিষ্কার থাকায় ছিলেন না রক্ষণভাগের সেরা খেলোয়াড় থিয়াগো সিলভাও। তবুও রোনালদোর কাছে এই হারের কোন ব্যাখ্যা নেই।

সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ফুটবলার বলেন, ‘আমি নিজেও অবাক হয়েছিলাম। মুহূর্তটি অকল্পনীয় ছিল। আমরা আশা করবো সে রকম কিছু আর কখনো ঘটবে না। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তখন আমার কী অবস্থা হয়েছিল।’

সেই ম্যাচ হারার পর বরখাস্ত হন কোচ স্কলারি। দুঙ্গা এসেও সাফল্য এনে দিতে পারেননি। তিতের অধীনে ব্রাজিল এখন অন্য ঘরনার ফুটবল খেলছে। সময়ের সাথে সাথে সেই বাজে ইতিহাসও একদিন মুছে যাবে। রোনালদো বলেন, ‘কিন্তু ফুটবল হচ্ছে মহান একটি খেলা কারণ এখানে আপনার ইতিহাস বদলানোর সুযোগ থাকে।’

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: