cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
ইতি রহমান
আজ নিয়তির কাছে হেরে গেছি আমি
হার মানে নি অবুঝ মন
পাহাড়তলির রঙ গুলো যেন শুধুই অংকিত ছবি
তোমার ভালবাসার নীলাচল জুড়ে আমার বসত ভূমি।
আমি কল্পিত কাব্যিক হতে চেয়ে ছিলাম
ভাবনাগ্রস্ত হয়ে শুধু এঁকেছি নিজের প্রেম মোহনা
জরাজীর্ণতায় আচ্ছিন্ন ছিলো প্রেম সোপান
কিন্তু আমি শুধু তোমাতেই মক্ত ছিলাম,
জড়িয়ে ছিটিয়ে ভালবাসার স্বপ্ন বুননেছিলাম
অথচ তুমি অন্য ঘোরে উম্মাত চিত্র
ভালবাসার মানে বুঝো না
বুঝাবো কি করে তোমাকে
আমি প্রেম তোমাকে সঞ্চার করেছি
লালন করেছি তোমাকে মনের আঙিনা জুড়ে
তুমি শুধু আমার হয়ে থেকো
প্রতিটা বেলা, প্রতিটা মুহুর্ত ঘিরে।
আমার কাবিক্য মনেরগহন জুড়ে আবাসন তোমার
তোমার দেহাংশ ছুঁয়েছিল আমার স্বপ্নালু ভাবনা
নিয়তির কাছে হেরে গেলো ও আমি
তোমাকে ভুলতে পারবো না
তুমি আমার প্রতিটা ভাবনাচিন্তার অনুভব জুড়ে
ভাবনার আলোকে তাই শুধু তোমাকেই ভালবাসাতে চাই।