cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsজগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে আ.লীগ নেতার দুই দফা সন্ত্রাসী হামলায় এক নিরীহ পরিবারের নারীসহ ৫ জন আহত হন।
জানাগেছে, ২৮ মে সোমবার সকালে জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের রুপিয়া বেগম নামের এক দরিদ্র পরিবারের কৃষাণী গ্রামের পঞ্চায়েতি রাস্তা দিয়ে তার গরু নিয়ে হাওরে যাওয়ার পথে একই গ্রামের বাসিন্দা ও কলকলিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি নুরুল হকের লোকজন তাকে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নারীকে কাঁদায় ফেলে মারপিট করে তার গরুগুলো আটকে রাখা হয়। এ সময় কৃষাণী রুপিয়া বেগমকে বাঁচাতে গিয়ে রেহেনা বেগম নামের আরেক নারী আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে আটকে রাখা ৩টি গরু নুরুল হকের বাড়ির জঙ্গল থেকে উদ্ধার করেন।
এদিকে-এ ঘটনার জের ধরে ওই দিন রাতে স্থানীয় মসজিদ থেকে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে নুরুল হকের লোকজনের সন্ত্রাসী হামলায় কৃষণী রুপিয়া বেগমের চাচাতো ভাই অজুদ মিয়া, সুজাত মিয়া ও কনাই মিয়া আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উভয় ঘটনায় কৃষাণী রুপিয়া বেগমের স্বামী ইয়াওর মিয়া বাদী হয়ে আ.লীগ নেতা নুরুল হকসহ ৮ জন ও অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামী পুলিশের জালে ধরা পড়েনি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ ফাত্তাহ চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।