cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
নিউজ ডেস্ক:: গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি না হলে অতীতের মতো এবারও বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, ‘দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভোট বিএনপিতে যোগ হবে। কিন্তু বিএনপির ভোট আওয়ামী লীগে যাবে না। সেদিক থেকে ভোট গণনার আগেই আমরা বলতে পারি, দুই সিটি নির্বাচনে সরকার কারচুপি না করলে বিএনপি আগেও জিতেছে, এবারও জিতবে।’
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নোমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ‘জিয়া পরিষদ’-এর চেয়ারম্যান কবির মুরাদের অবিলম্বে মুক্তির দাবিতে পরিষদের পক্ষ থেকে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে নোমান বলেন, ‘আওয়ামী লীগের বেলায় আইন অমান্য হচ্ছে না। আর নির্বাচন কমিশন সেখানে দুচোখে দুই রকম করে দেখছে।’
তিনি বলেন, ‘একটি কথা আমি বলেছিলাম, তার জবাব মনে হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি চায় না, তারেক রহমানকে দেশে ফেরাতে। আমি দুটি মিটিংয়ে আমার ব্যক্তিগত দায়িত্বে এটা বলেছিলাম যে আমি মনে করি, দেশনায়ক তারেক রহমানের দেশে আসা উচিত নয়। কারণ, উনি দেশে কেন আসবেন, মিথ্যা মামলায় ১০ বছরের জেলখাটার জন্য এবং তার নিজের জীবনকে শঙ্কার মুখে ফেলার জন্য? সেজন্যই তার এখন দেশে আসার দরকার নেই।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘আজকে আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে তারেক রহমানের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। সেই যোগাযোগের প্রেক্ষাপটে তার নেতৃত্বে আমরা আন্দোলন-সংগ্রামকে গড়ে তুলছি। আরও বলিষ্ঠভাবে গড়ে তুলতে পারব। তাই তার দেশে আসার যে পরিস্থিতি, সেটা এ মুহূর্তে নাই বলে আমি মনে করি।’
আয়োজক সংগঠনের সহ-সভাপতি ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তৃতা করেন।