সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের সাড়ে ২৩ কোটি টাকা জমা

তথ্যপ্রযুক্তি ডেস্ক::
সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে কোম্পানির গত অর্থবছরের লভ্যাংশের ২৩ কোটি ৬৬ টাকা জমা দিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড।

প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদ বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে লভ্যাংশের টাকার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, গ্রামীনফোন লিমিটেড এর পরিচালক সৈয়দ তানভীর হোসেন, উপপরিচালক কেএম সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, বাংলাদেশ শ্রম আইন মেনে যদি প্রতিটি কোম্পানি তাদের নির্দিষ্ট অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান করে তবে আর কোন শ্রমিক অসহায় থাকবে না। প্রতিমন্ত্রী শ্রম আইনের আলোকে প্রণীত ডাব্লুপিপিএফ এর বাস্তবায়নে বড় কোম্পানী ও শিল্প মালিকদের উদ্যোগী হবার আহবান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গ্রামীণফোনের ২০১৭ সালের মোট লাভের ০৫ শতাংশের এক দশমাংশ তথা ২৩ কোটি ৬৬ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিল।

২০১৩ সাল থেকে শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে প্রতিবছর লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ এ তহবিলে প্রদান করে আসছে কোম্পানিটি। এ পর্যন্ত গত ৫ বছরে তারা এ তহবিলে ৯৪ কোটি ২ লাখ ৫৮ হাজার ০৬৮ টাকা প্রদান করেছে।

এর আগে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদ এর নেতৃত্বে

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: