কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল এই অ্যাপ নিয়ে কাজ করছেন। এটি স্মার্টফোনে ডাউনলোড করে নিলে তা লাই ডিটেক্টর হিসেবে কাজ করবে।
গবেষকরা বলেছে, অ্যাপটি পর্দায় ফোন ব্যবহারকারীর হাতের টাচ, ট্যাপিং, সোয়াইপ ইত্যাদি বিশ্লেষণ করে মুহূর্তেই ধরে ফেলবে যা লিখেছে তা সত্য কি না। ফোন যে কথাটি সত্যি বলে মেনে নেবে, তার পাশে সবুজ টিক চিহ্ন দেখা দেবে। আর যে কথাটি তার কাছে মিথ্যা বলে মনে হবে, তার পাশে লাল ক্রস চিহ্ন উঠবে। এছাড়া আরো কিছু চিহ্ন উঠবে যেমন—সন্দেহজনক, নিশ্চিত নয় ইত্যাদি। শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্যই অ্যাপটি আনা হচ্ছে বলে গবেষকরা জানিয়েছেন। -নিউইয়র্ক টাইমস