cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে সরকারি ও বেসরকারি স্কুলের ৯৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ। শুক্রবার (২০ এপ্রিল) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিবেকানন্দ শিক্ষাবৃত্তি-২০১৭ ও নলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
সংগঠনের সভাপতি গৌর শংকর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টা শ্রীমত স্বামী বেদমায়নন্দ, হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইকরামূল ওয়াদুদ, রামকৃষ্ণ আশ্রম ও মিশন সিলেটের সাধারণ সম্পাদক জহরলাল দাস প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বৃত্তিপ্রাপ্ত ৯৫ শিক্ষার্থীর মধ্যে ২৩ জন পেয়েছে ট্যালেন্টপুল আর ৭২ জন পেয়েছে সাধারণ বৃত্তি। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের ৭শ’ করে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ৫শ’ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি শিক্ষার্থীর হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।