cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ছাতক প্রতিনিধি:: ছাতকে গ্রামের মানুষকে জড়িয়ে এক প্রবাসী কর্তৃক বার-বার মিথ্যা মামলা দায়ের ও গ্রামবাসীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক সভা বৃহস্পতিবার বিকেলে চরমহল¬া ইউনিয়নের চরবাড়–কা পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে। গ্রাম পঞ্চায়েত মফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য নাসির উদ্দিনের পরিচালনায় গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চরবাড়–কা গ্রামের বাসিন্দা মৃত গোলাম মোস্তফার পুত্র মামলাবাজ মুজাহিদ আলী মোল¬ার অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে চরবাড়–কা গ্রামের মানুষ। ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানী করতে গ্রামের সহজ সরল মানুষের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে একে-একে ৬টি মামলা দায়ের করে মুজাহিদ আলী। এসব মামলার মধ্যে অভিজ্ঞ আদালত ৪টি মামলা খারিজ করে দিয়েছে। বাকী দু’টি মামলা আদালত থেকে ইউনিয়ন পরিষদে প্রেরন করা হলে তা গ্রামবাসীর পক্ষে রায় দেয়া হয়। মামলাবাজ মুজাহিদ আলী এতেও খ্যান্ত না হয়ে আরো ৪টি মামলা বিভিন্ন মানবাধিকার সংস্থা বরাবরে দায়ের করে।
বক্তারা আরো বলেন সম্প্রতি তার বসত ঘর লুটপাটের অভিযোগে গ্রামবাসীকে জড়িয়ে ছাতক থানায় আরো একটি অভিযোগ দায়ের করে মুজাহিদ আলী। আড়াম-আয়াশে বসবাস করার জন্য গ্রামের বাড়ি তালাবদ্ধ করে পরিবার-পরিজন নিয়ে শহরের একটি বাসায় উঠেছে সে। গ্রামের বাড়ি দেখাশোনা করার জন্য কোন কেয়ারটেকারও রেখে যায়নি বাড়িতে। নিরীহ গ্রামবাসী তার মিথ্যা মামলায় এখন জর্জড়িত হয়ে পরেছে। মামলাবাজ মুজাহিদ আলীর অত্যাচার-নির্যাতন থেকে গ্রামবাসী মুক্তি চায়। সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য তৈয়ব আলী, গ্রামের আতাউর রহমান, চান্দ আলী, আব্দুর রব, আব্দুল মজিদফয়জুল করিম, আলাউদ্দিন, তাজ উদ্দিন, মনসুর আলী, লিলু মিয়া, ক্বারী মাষ্টার আব্দুল মুকিত, মাওলানা নুর উদ্দিন, মাষ্টার আব্দুল আলিম, আব্দুল মোনায়েম বাদশা প্রমুখ। এসময় গ্রামের আব্দুল মুক্তাদির, আব্দুল¬াহ, আব্দুল জমির, গিয়াস উদ্দিন, হামিদ উল¬াহ, সরকুম আলী, মাসুক মিয়া, আরজক আলী, নুর উদ্দিন, ফজলুল করিম গেদাব আলী, সমছু মিয়া, তৈয়ব আলী, নোয়ার আলী, নসিব আলী, আছদ্দর আলী, আব্দুল গনি, আবুল বশর, আব্দুল জব্বারসহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।