এ সময় সমিতির সভাপতি তার লিখিত বক্তব্যে পল্লী বিদ্যুতের নানা দিক তুলে ধরে বলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ভৌগোলিক এলাকার আওতাধীন রয়েছে সিলেট সদর, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও ছাতকের আংশিক অংশ। তন্মধ্যে সিলেট সদর উপজেলায় ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হয়েছে। বাকি উপজেলা গুলো সেপ্টেম্বর অথবা অর্থ বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। যারা এখন পর্যন্ত বিদ্যুৎ পাননি তাদের প্রতি তিনি আহবান জানিয়ে বলেন যে সকল গ্রামে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌছায়নি তারা ধৈর্য্য ধরতে হবে। অতি দ্রুত সমিতির সকল এলাকায় সরকারী খরচে বিদ্যুৎ লাইন তৈরীর কাজ চলমান রয়েছে।
সভা শেষে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধে উৎসাহিত করার জন্য সমিতির পক্ষ থেকে সকল গ্রাহকদের মধ্যে কুপনের মাধ্যমে লটারীর ব্যবস্থা করা হয়। এ সময় বিপুল উৎসাউদ্দীপনার মধ্যে জন সম্মূখে লটারী ড্র করে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।