cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra
শ্রীমঙ্গল প্রতিনিধি:: শ্রীমঙ্গলে উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক “লাল জমিন” এর ১৫০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় শ্রীমংগল উপজেলার ভানুগাছ রোডস্থ মহসীন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। এদিন মহসীন অডিটোরিয়ামের পুরো হলরুম কানায় কানায় পূর্ণ ছিলো সকলস্তরের সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের পদচারণায়। কবি,সাহিত্যিক, ডাক্তার, নাট্যব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
শ্রীমঙ্গলের বিজয়ী থিয়েটারের ২০১৮-১৯ ইং এর কমিটির অভিষেক উপলক্ষে এই প্রদর্শনী আয়োজিত হয়। ঢাকা থেকে আগত তুখোড় ও জনপ্রিয় অভিনেত্রী মোমেনা চৌধুরীর এককোল অভিনয় ভিত্তিক এই নাটকটি দর্শক মনে শিহরণ তৈরী করে। মুহুর্মুহু করতালিতে ভরে উঠে হলরুম। মান্নান হীরার লেখা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় রচিত ১ ঘন্টা ১০ মিনিট ব্যাপ্তির এই নাটকে চৌদ্দ ছুঁই ছুঁই এক কিশোরীর জীবনযুদ্ধ ও মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া ভয়ানক সব ঘটনার প্রতিফলন ফুটে উঠে। মূলত কিশোরীর জমিন, নয় মাসে কিভাবে লাল জমিন হয়ে উঠে এটিই এই নাটকের প্রতিপাদ্য।
এই প্রদর্শনী আয়োজন প্রসঙ্গে বিজয়ী থিয়েটারের সাধারণ সম্পাদক এস.কে. দাশ সুমন জানান, “মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে উজ্জীবিত করতেই আমাদের এই আয়োজন। মুক্তিযুদ্ধ ভিত্তিক এরকম একটি নাটকের আয়োজন করতে পেরে আমরা বিজয়ী থিয়েটার পরিবার গর্ববোধ করছি।”
নাগরদোলা থিয়েটারের সহ-সভাপতি কবি জহিরুল মিঠু বলেন, “আমি ধন্যবাদ জানাই বিজয়ী থিয়েটারের কলাকুশলীদের এরকম একটি অনুষ্ঠান আয়োজন করায়। এই ধরনের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আমাদের তরুন প্রজন্মকে উজ্জীবিত করবে। আমি চাই এই ধরনের নাটক আরো বেশি বেশি মঞ্চস্থ হোক।”
নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে নাটকটির অভিনেত্রী মোমেনা চৌধুরী জানান, “যেদিন থেকে চিন্তা করেছি লাল জমিন করবো, সেদিন থেকে আমার সমস্ত চিন্তা-চেতনা জুড়ে এই নাটকটির বিস্তৃতি। একে আমি ধারণ করি প্রতিমুহূর্তে। এটি আমার জীবনের একটি অংশ হয়ে গেছে।”