cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বড়লেখা প্রতিনিধি:: বড়লেখা উপজেলার বিভিন্ন চা বাগানের চা শ্রমিকরা বৃহস্পতিবার সকালে দুই ঘন্টা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে। অবিলম্বে শ্রমিকদের দৈনিক মজুরী ২৩০ টাকা নির্ধারণ, গ্রেচুয়িটি বাস্তবায়ন, চা শ্রমিকের সাথে বাগান মালিকের দ্বি-পাক্ষিক চুক্তি সম্পাদনে কালক্ষেপন না করাসহ বিভিন্ন দাবীতে চা শ্রমিকরা এ কর্মসুচি পালন করেছে।
লক্ষীছড়া ডিভিশনের চা পাতা ওজন ঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রাজেন্দ্র ভৌমিক। সাধারণ সম্পাদক মাখন সিংহের পরিচালনায় বক্তব্য রাখেন চা শ্রমিক ইউনিয়নের জুড়ী ভেলির কার্যকরী পরিষদের সভাপতি কমল চন্দ্র বোনার্জি, বাগান পঞ্চায়েতের সদস্য চা শ্রমিক নেতা বিদ্যাসাগর সাওতাল, চঞ্চল বাউরি, কার্তিক সিংহ, সুভাষ সিংহ, বিনতা সিংহ, শুকন্তলা সিংহ, মমতা বাউরি।
কেরামতনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে চা বাগানের ভৈরবথলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা আবুল হোসেন, সচিন্দ্র সিংহ, যোগল ফুলমালি, পার্বতি ফুলমালি, নুরুল ইসলাম, অন্ন সিংহ প্রমূখ।
এদিকে বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রনাধীন নিউ সমনবাগ চা বাগানের ৪ সহ¯্রাধিক চা শ্রমিক ২ ঘন্টা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে। পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ন কালোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাম সুজনের পরিচালনায় নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনে পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।