সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অনলাইনে এক মিনিটেই শেষ শাওমি ফোনের স্টক

নিউজ ডেস্ক:: অনলাইনে বিক্রি শুরুর এক মিনিটের মধ্যেই স্টক ফুরিয়ে গেছে শাওমি এমআই মিক্স ২এস ফোনের স্টক। গত সপ্তাহে চীনের অ্যাপল খ্যাত শাওমি ডিভাইসটি উন্মোচন করেছিল।

মঙ্গলবার চীনের বাজারে এমআই অনলাইন স্টোরে ডিভাইসটি বিক্রি শুরু হয়। এরপর মাত্র এক মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় ডিভাইসটির প্রথম লটের সব ইউনিট। তবে ফোনটির কত ইউনিট বিক্রি হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

ফোনটিতে এর অরিজিনাল বেজেল-লেস ডিজাইনের পাশাপাশি রয়েছে উন্নততর ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা। সিরামিক বডির মি মিক্স ২এস ফোনের ডিসপ্লেতে কোনো নোচ/খাঁজ নেই, যা হালের ট্রেন্ড বলে অনেক ফোন নির্মাতাই মনে করছে। এর ফ্রন্ট ক্যামেরাটি ডিসপ্লের নিচের দিকেই থাকছে।

শাওমি মি মিক্স ২এস ফোনের স্ক্রিন ৫.৯৯ ইঞ্চি ফুল এইচডি (২১৬০ x ১০৮০পি, ৪০৩ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র্যাশিও), আইপিএস এলসিডি, গরিলা গ্লাস ৪। প্রসেসর- ২.৮ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর সিপিইউ, এড্রিনো ৬৩০ জিপিইউ। র্যাম- ৬জিবি/৮জিবি, স্টোরেজ ৬৪ জিবি বা ১২৮ জিবি (৬জিবি র্যাম)/২৫৬জিবি (৮জিবি র্যাম), মাইক্রোএসডি স্লট নেই। ক্যামেরা- পেছনে ১২ মেগাপিক্সেল দুটি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা; মূল ক্যামেরার ডিএক্সওমার্ক স্কোর ৯৭, যা স্টিল ফটোগ্রাফিতে আইফোন ১০ এর সমান (৯৭ সাবস্কোর) পেয়েছে। ব্যাটারি- ৩৪০০ এমএএইচ, কিউআই ওয়্যারলেস চার্জিং। তবে চার্জিংয়ের গতি কম। ওএস এন্ড্রয়েড ৮.০ ওরিও, এমআইইউআই ৯.৫। ডুয়াল সিম, ফোরজি। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক। ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই, এফএম রেডিও নেই, ব্লুটুথ ৫, ওজন- ১৯১ গ্রাম, পুরুত্ব- ৮.১ মিলিমিটার।

ফোনটির দাম পড়বে ৩৯৯৯ ইউয়ান বা ৫৮ হাজার থেকে ৬০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: