cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে মীতৈ মণিপুরী সমাজের দুই গুনী ব্যক্তি বাংলাদেশ পৌর অপোকপা মরুপ ও নীলকুঠি নাহারুল এর উদ্যোগে বাংলাদেশ সরকারের বিএস এন্ড ইসি’র এর ডিরেক্টর অতিরিক্ত সচিব কোংখাম নীলমনি ও বাংলাদেশ পৌর অপোকপা মরুপ এর সভাপতি য়ূম্নাম শম্ভূরতন’কে উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে আদমপুর ইউনিয়নের হুমেরজান মালেম ইমা মন্ডপে বাংলাদেশ পৌর অপোকপা মরুপ এর সহ-সভাপতি অবুজম ধবল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গম্ভীর সিংহ মেমোরিয়াল এন্ড রিসার্চ সেন্টার এর পরিচালক এইচ ফাল্গুনী সিংহ। বিশেষ অতিথি ছিলেন চাউবা মেমোরিয়াল মণিপুরী ইন্টেলেকচ্যূয়াল প্রপার্টি মিউজিয়াম এর পরিচালক হামোম তনুবাবু, বাংলাদেশ কাং ফেডারেশন এর সভাপতি ও আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য কে মনীন্দ্র কুমার মাঙাংচা, সানামহি লাইনিং লুপ এর ভাইচ-প্রেসিডেন্ট সয়বামচা শ্যামকিশোর মোইরাং, রিসার্চ এন্ড ইনফরমেশন ইনিশিয়েটিভ এর সভাপতি য়েনশেনবম ললিত, সাস্ট মণিপুরী সোসাইটি এর সভাপতি খওইরোম কামেশ্বর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংবর্ধনা কমিটির আহবায়ক লুয়াংচা অবুজম মনিভদ্র।
সভায় বক্তারা মীতৈ মনিপুরী সমাজের উন্নয়নের উপর নানা অভিমত ব্যক্ত করেন।