বড়লেখা প্রতিনিধি :
বড়লেখার বৃহত্তর লঘাটি যুবসংঘ শুক্রবার বিকেলে উপজেলার দাসেরবাজার ইউপির ২০১৬ ও ২০১৭ সালের পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। দাসেরবাজার সরসারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
বৃহত্তর লঘাটি যুবসংঘের সভাপতি সাহাজাহান সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মস্তুফা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ড. বিজয় ভুষণ দাস, বড়লেখা ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দীগেন্দ্র চন্দ্র নাথ, বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল চন্দ্র দত্ত, আ’লীগ নেতা নজব আলী, মুমিন আহমদ প্রমূখ।