সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

উৎসবমুখর পরিবেশে ফেঞ্চুগঞ্জের ৫ ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ::
দীর্ঘ ১৫ বছর পর সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
দিনভর বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে রৌদ্র ঝলমল করে উঠে। পাশাপাশি নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।
শফিক কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রে দেখা যায়, পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। সারিবদ্ধভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ১১টার দিকে বিজিবির টহল টিম ভোট কেন্দ্র এলাকা পরিদর্শন করে। এ সময় ম্যাজিস্ট্রেট আশরাফুল হকও ভোটকেন্দ্র পরিদর্শণ করেন। পরে তিনি ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রও পরিদর্শণে যান। এছাড়া লামা গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিককোনা স্কুল কেন্দ্রেও ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি ছিলো।
ইলাশপুর কেন্দ্রের ভোটার ইমরান বলেন, ১৫ বছর পর অনুষ্ঠিত নির্বাচন উপলক্ষে নারী পুরুষ সকলেই আগ্রহ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিলো।
শফিক কমিউনিটি সেন্টার কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আহাদুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিলো সন্তোষজনক। কোনো বিশৃঙ্খলা ঘটেনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম জানান, নির্বাচনে ৬ শতাধিক পুলিশ, আর্মড পুলিশ সমান সংখ্যক-ভাবে ৫টি ইউনিয়নে মোতায়েন ছিলো। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বিমল কান্তি সরকার জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: