fbpx

সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
রবিবার, ২৪ মে ২০২০ খ্রীষ্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com

কমলগঞ্জে ৩দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব

কমলগঞ্জ প্রতিনিধি:: আগামী ২৯, ৩০ ও ৩১ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্সে ৩দিনব্যাপী ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। ২৯ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থ-প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার ২ আসনের মোঃ আব্দুল মতিন এমপি. বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বিপিএম, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যারন অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, ভারতের মণিপুর রাজ্যের ডাঃ এস মনাউতন সিংহ, মৌলভীবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান- তফাদার রেজুয়ানা ইয়াসমিন সুমী ও আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দাল হোসেন ।

৩০ মার্চ শুক্রবার সকাল ১০ ঘটিকা হইতে দিনব্যাপী মণিপুরী ঐতিহ্যবাহী খেলাধূলা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৩১ মার্চ শনিবার বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি : মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার এন এম জিয়াউল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক মন্ত্রণালয় সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, অতিরিক্ত সচিব ও পরিচালক, বিএসইসি কোংখাম নীল মণি সিংহ, সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাৎ নাজমানারা খানম, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, ভারত মণিপুর রাজ্যের প্রেট্রিওটিক রাইটার্স ফোরামের সচিব ভারত রাকেশ নাওরেম।
প্রতিদিন সন্ধ্যা ৬ ঘটিকা হতে ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন : ইন্দো-বাংলা মণিপুরী সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটি আহবায়ক জয়ন্ত কুমার সিংহ ও সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রবি কিরণ সিংহ।

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: