সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে হিন্দু মহাজোটের রাম নবমী পালিত

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিলেটে রোববার পালিত হল ভগবান শ্রী রামের জন্ম তিথিতে রাম নবমীর মহা উৎসব । সিলেট, গোপাল টিলায়, গোপল জিউর আখড়ায় রোববার বিকেলে রাম নবমীর উৎসবে জয় শ্রী রাম উচ্চশ্বরে ধ্বনী তুলেন গোপাল ভক্ত বৃন্দগণ । এর পর, সন্ধ্যা আরতীতে আলোক প্রজ্বলন করে সপ্ত প্রদক্ষিণ করেন ভক্তরা ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার উদ্যোগে আজ রোববার (২৫ মার্চ) রামনবমী উদযাপিত হয় । এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন দে, বিরেন্দ্র দেবনাথ, বিষ্ণুপদ দে, শংকর পাল, হিন্দু মহাজোট সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদ লিটন কুমার দাশ নান্টু, প্রচার সম্পাদক টিটন দেব, সনজিৎ কর, গৌরাঙ্গ সেন, সমীর চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, কনিু দেব, সজ্ঞু মল্লিক, জিতেন্দ্র মল্লিক, মিন্টু দত্ত, বিতীন্দ্র দেব, মনোজ দেব, সত্য দত্ত, হারান দত্ত, সুকান্ত রায় শাওন, অর্জুন দে, রজত রায়, শংকর দাশ, বিজন দাশ, বিবেক দে, প্রান্ত দাস, আকাশ দাম, কবীতা সরকার, বিজয়া রায়, ক্ষমা রাণী দেব, লাকী রাণী দেব, সুমি রানী দেব, আভা দাস, শিল্পী রানী চন্দ, ডলি কর, ছবি সরকার, মজ্ঞুরী দাস, চুমকী দে, রুমকী দে, আখি রায়, পিংকি রায়, শর্মী দে, রীতা দে, রিতু দে, রিয়া দে -প্রমুখ।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার উদ্যোগে আজ রোববার রামনবমী উদযাপনে, বক্তারা বলেন, প্রায় ৭ বছর ধরে গোপালটিলায় গোপাল জিউর আখড়ায় মন্দির নেই ! আইনানুগ ভাবে স্থগিতাদেশ থাকায় এখানে নিত্য সেবা, পূজা, আর্চনা থেকে ধর্মপ্রাণ সকলকে বঞ্চিত করে রেখেছে । অচিরেই রাম নবমীর উৎসবের মাধ্যমে, অসুরকুল যে ভাবে বিনাশ করেছেন শ্রীরাম চন্দ্র, ঠিক সে ভাবে প্রতিহত করা হবে গোপাল টিলালায় মন্দির নির্মানে কোন রকমের বাঁধা আসলে। এ বিষয়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার নেতারা প্রশাসনের সর্বাধিক সহযোগীতার আহবান জানান। – বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: