cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
নিউজ ডেস্ক:: বর্তমানে ফেসবুক একটি শক্তিশালী সামাজিক যোগাযোগমাধ্যম। তাই এর ব্যবহারকারীও অসংখ্য। প্রায়ই কারো না কারো আইডি হ্যাকিংয়ের শিকার হচ্ছে। যে কারণে সচেতন হচ্ছেন এর ব্যবহারকারীরা। তাই হঠাৎ করেই ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়া একটি সংবাদে ব্যাপক হইচই শুরু হয়ে যায়। চিন্তিত হয়ে পড়েন অনেকেই। কিন্তু আসলে ঘটনা কিন্তু সেটি নয়। তাহলে জেনে নিন আসল ঘটনাটি-
হঠাৎ ছড়িয়ে পড়া স্ট্যাটাসে বলা হয়- ‘আপনি ‘BFF’ লিখে পোস্ট করলে কিংবা কমেন্ট করলে শব্দটি যদি সবুজ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার প্রোফাইলটি সুরক্ষিত। কিন্তু সেটি না হলেই সমস্যা। সে ক্ষেত্রে বুঝতে হবে আপনার প্রোফাইলটি সুরক্ষিত নয়। সেটিতে সহজেই হ্যাকাররা অনুপ্রবেশ করতে পারে। এমনকি চুরি করতে পারে আপনার তথ্য। আর তাই অবিলম্বে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে।’
কিন্তু ‘BFF’ শব্দটির পূর্ণরূপ দাঁড়ায় ‘best friend forever’ অর্থাৎ ‘ভালো বন্ধুত্ব চিরকালের’। শব্দটি আসলে ফেসবুকের বিশেষ অ্যালগারিদমের অংশ। ঠিক ‘congrats’ বা ‘congratulations’ শব্দের মতো। ফেসবুকে এই শব্দ লিখলে তা কমলা রঙের হয়ে যাচ্ছে। আসলে এগুলো এক ধরনের বিশেষ কমেন্ট। যা ফেসবুকের পক্ষ থেকে তৈরি করা।
সুতরাং এ ধরনের ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। কিন্তু কে বা কারা ‘BFF’ শব্দটি নিয়ে এই বিভ্রান্তি ছড়িয়েছে তা বলা অতোটা সহজ নয়। সে যা-ই হোক, তবে এর সঙ্গে আইডি সুরক্ষিত বা অরক্ষিত থাকার কোনো সম্পর্ক নেই।