cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস ২১ মার্চ ২০১৮ উপলক্ষ্যে নগরীর কোট পয়েন্টে জেলা শাখার বিডিইআরএম এর সভাপতি শ্রী স্বপন কুমার ঋষিদাসের সভাপতিত্বে ও মনিরবি দাসের পরিচালনায় সকাল ১১টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সংগ্রাম সিংহ, মনোরঞ্জন তালুকদার।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, অনতিবিলম্বে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করতে হবে। দলিতদের অধিকার এবং দলিত ঋষি সম্প্রদায়, হরিজন, রবিদাস, মুসলিম সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়ের ভূমিহীন সদস্যদেরকে আশ্রয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান।
এছাড়া আরো বক্তব্য রাখেন সহ সভাপতি মতিলাল বালমিকী, মহিলা সহ সভাপতি মিনা রানী ঋষি, উপদেষ্টা অনুর চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জু রবি দাস, জুয়েলরানা ঋষি, শুভতোষ ঋষি শুভ, নানকা রবিদাস, শাহনাজ বেগম, সামসুদ্দিন। উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, মোঃ ইকবাল কর্ণেল, মো. নাজিম উদ্দিন, সাহেদা বেগম, সালমা বেগম, মিনারানী রবিদাস, সেফালী রানী ঋষি, মনমিলা বেগম, রওশনআরা বেগম, রাজু আহমদ, শফিক মিয়া, জসিম মিয়া, তাসলিমা বেগম, ফিরোজা বেগম, রহিমা বেগম, মরিয়ম, নাজমা, কুহিনুর, আব্দুল গনি মাসুম, আব্দুল রাজীব চৌধুরী, মনু বেগম, রোকেয়া বেগম, সুমন রবিদাস, রাজ রবিদাস, শামীম মিয়া, সমির ঋষি, ময়না রবি দাস, লেচুমোহন রবি দাস, লোকেস তালুকদার, সুনাই রবি দাস, তুন্না রবি দাস, নরুত্তম সিংহ, নাজিম উদ্দিন, দেবেশ ঋষি প্রমুখ। এতে অর্ধশতাধিক দলিত নারী পুরুষ উপস্থিত ছিলেন। – বিজ্ঞপ্তি