আধুনিক মানুষের সঙ্গে একাধিকবার মিলন ঘটেছিল রহস্যময় ডেনিসোভানদের
ডেইলি সিলেট ডট কম ::
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৮, ৯:৫০ পূর্বাহ্ন | ৯:৫০ পূর্বাহ্ন
|
০
আন্তর্জাতিক ডেস্ক:: নিয়ানডারথাল, ডেনিসোভান ও আধুনিক মানুষের পূর্বসূরিরা বহু বছর আগে একসঙ্গে বাস করতো ও মিলনও করেছিল। আমাদের কিছু জীন ওইসব প্রাচীন মানুষের কাছ থেকে এসেছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা অনুসারে, এশীয়দের মধ্যে প্রায় ৩ শতাংশ ব্যক্তির ডিএনএ সম্ভবত নিয়ানডারথালদের কাছ থেকে এসেছে। ইউরোপীয়দের ক্ষেত্রে, এই পরিমাণ প্রায় ২ শতাংশ।
গবেষণাটিতে বলা হয়েছে, আমাদের পূর্বসূরিরা দুটি বিশেষ গোত্রের ডেনিসোভানের সঙ্গে মিলিত হয়েছিল। এই গবেষণা অনুসারে, আধুনিক মানুষের ডিএনএ’তে ওইসব প্রাচীন ও রহস্যময় মানুষদের গুণাবলি উপস্থিত থাকার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার জার্নাল সেল’এ প্রকশিত গবেষণাটি, নতুন একধরণের জিনোম-বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে করা হয়েছে। এই পদ্ধতি, মানুষ ও ডেনিসোভানদের জিনোমের মধ্যে তুলনা করে। এটা পূর্বে ঘটা পরিবর্তনের কারণও ব্যাখ্যা করে। এমনটিই নিজেরে ইমেইল’এ লিখেছেন গবেষণা প্রকল্পের প্রধান ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শ্যারন ব্রোয়িং। সিএনএন।