নিউজ ডেস্ক:: শুধু ৯৯৯টি ধাপ সিঁড়ি নয়, এতে ৯৯টি বাঁক ও ৪৫ ডিগ্রির ঢাল ছিল। মূলত মানুষ পায়ে হেঁটে এখানে উঠে থাকে। আসলে চ্যালেঞ্জ নিয়ে বিপজ্জনক স্থানে উঠে পড়ে গাড়িটি। এতে বিশ্বরেকর্ডও গড়েছে গাড়িটি। সাফল্যের সঙ্গেই পুরো রাস্তা পার করেছে সে।
চীনের তেইনমেন পর্বত পেরিয়ে হ্যাভেনস গেটে পৌঁছতে সাত মাইল পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। স্বর্গের দরজা খ্যাত এই জায়গায় উঠতে ড্রাগন চ্যালেঞ্জ নিতে হয়। চ্যালেঞ্জের একেবারে শেষে ৯৯৯টি সিঁড়ির ধাপ। গাড়িটি চালান ফরমুলা ই রেসার হো-পিন টাং।
এতে গাড়িটির ২৩ মিনিটেরও কম সময় লাগে। সব সতর্কতাকে উপেক্ষা করে হো-পিন টাং ড্রাগন চ্যালেঞ্জে বিজয়ী হয়ে দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন।
দেখুন ভিডিওতে