cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের গোলাপগঞ্জে লক্ষ্মনাবন্দ এলাকার একটি কলনিতে অগ্নিকাণ্ডে মা-শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২জন।
নিহতদের মধ্যে দু’জন নারী দু’জন পুরুষ ও একটি শিশু। তারা হলেন- গোলাপগঞ্জের পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসকিমা বেগম (৩০) তার শিশু সন্তান তাহমিদ (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল (১৬), ও অজ্ঞাত এক কিশোর (১৬)। নিহত দুই নারীই অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মনাবন্দ এলাকার লয়লু মিয়ার কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মানুষের চিৎকার শুনে এলাকাবাসীর ঘুম ভাঙে। সবাই ঘটনাস্থলে পৌছানোর আগেই ৫জন পুড়ে কয়লা হয়ে যান। প্রতিবেশিরা দুজনকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তারা আরো জানান, মধ্যরাতে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে কলোনির সামনের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই কলোনিতে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে। স্থানীয়রা জানান বজ্রপাতে গ্যাসের রাইজার উড়ে গিয়ে আগুন ধরে। রাইজারটি ঘরের পাকা বেড়ার সাথেই ছিল।
রোববার (১৮মার্চ) সকালে সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরির্দশন করেন । তিনি বলেন, আহত ফজলু মিয়াকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে। এবং নিহতদের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।