সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঘরে বসেই তৈরি করুন চকলেট সন্দেশ

লাইফস্টাইল ডেস্ক::
সন্দেশ কমবেশি প্রায় সবারই বেশ প্রিয়। আর যদি সন্দেশ আর চকলেটের যুগলবন্দী হয় তাহলে তো আর কথাই নেই।

আজ জানাব কিভাবে চকলেট সন্দেশ ও চকলেটের হালুয়া তৈরি করবেন…

চকলেট সন্দেশ :

উপকরণ :

ঘন দুধ – ৪ কাপ
চিনি- স্বাদমতো
কনডেন্সড মিল্ক – ৪ টেবিল চামচ
কোকো পাউডার – ১ কাপ
মাখন-ঘি- ১০০ গ্রাম
পেস্তাবাদাম কুচি – প্রয়োজন মত

প্রস্তুত প্রণালী :

একটি ননস্টিক সসপ্যানে ঘন দুধ ও কনডেন্সড মিল্ক দিন। এবার মাখন, কোকো পাউডার, চিনি ও পেস্তাবাদাম কুচি মিশিয়ে মৃদু আঁচে রেখে রান্না করুন। যতক্ষণ না মিশ্রণ প্যানের চার পাশ থেকে নেমে আসে ততক্ষণ নাড়তে থাকুন। যখন তেলভাব আসবে তখন একটি ট্রেতে ঘি ব্রাশ করে তাতে সুন্দর করে বিছিয়ে দিন। একটু ঠাণ্ডা হলে পছন্দমতো শেপ দিয়ে উপরে পেস্তাবাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।

চকলেট হালুয়া :

উপকরণ :

১/২ কাপ সুজি, ১/২ কাপ বেসন, ১ কাপ চিনি, ১/২ কাপ ঘি, ২ চামচ কোকো পাউডার, ১ চামচ চকলেট সিরাপ, জয়ফল, দারুচিনি গুঁড়ো, ৩টি ডিম, ২ কাপ জল

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি বাটিতে ৩টি ডিম ফেটিয়ে তাতে চকলেট সিরাপ, কোকো পাউডার, চিনি ও জল মেশান৷ এবার কড়াই বসিয়ে তাতে ঘি গরম করুন৷ সেই গরম ঘিয়ের মধ্যে ১/২ কাপ সুজি ভাজুন৷ সুজি ভাজা হয়ে গেলে বেসন দিয়ে নাড়তে হবে।

তারপর ডিমের ফেটিয়ে রাখা মিশ্রণটি সুজি ও বেসনের মধ্যে ঢেলে দিতে হবে। জল শুকিয়ে ওপরে তেল ভেসে উঠলে জায়ফল ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে নামিয়ে ফেলুন। এবার সাজানোর জন্যে ওপরে কাজু বাদাম ও চকলেট চিপস্ও ছড়িয়ে দিতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: