সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

১১দফা দাবিতে সিলেটে বেসরকারি শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের ন্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান. পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বিলুপ্তি, পূর্ণাঙ্গ পেনশন চালু, নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের এমপিওভুক্ত করা, ইউনেস্কোর সুপারিশ অনুয়ায়ী শিক্ষাখাতে জিডিপি’র ৬% ও জাতীয় বাজেটের ২০% বরাদ্দ রাখতে এবং জাতীয় শিক্ষানীতি ২০১০ দ্রুত বাস্তবায়নসহ ১১টি দাবি বাস্তবায়নের লক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ১০টি সংগঠনের শিক্ষক-কর্মচারির যৌথ মোর্চা ‘শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটি,সিলেট’ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মধ্যহ্ন ২ঘটিকায় সিলেট শহরে বিক্ষোভ মিছিল ও সিলেট শহিদ মিনারে শিক্ষক-কর্মচারি সমাবেশ আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটি সিলেটের আহ্বায়ক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মো. আব্দুল জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগ্রাম কমিটির যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সচিব মো. আব্দুল মালিক রাজু। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট মহানগর সাধারণ সম্পাদক, শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটি সিলেটের যুগ্ম-আহ্বায়ক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সালা উদ্দিন বেলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি প্রধান শিক্ষক মো. এলাইছ মিয়া, শিক্ষক-কর্মচারি ফোরাম সিলেট মহানগর সভাপতি প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন আকন্দ, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা সভাপতি মামুন আহমদ, আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি অধ্যাপক শাহাদৎ হোসেন, অধ্যাপক কমর উদ্দিন, অধ্যাপক শহীদুল ইসলাম, শিক্ষক নেতা জনাব অধ্যক্ষ আব্দুল মালিক, কুতুব উদ্দিন, রমজান আলী, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা কামাল, বেলাল আহমদ, অধ্যাপক ফারহানা ফেরদৌসী হক, লুৎফুর রহমান, মাওলানা হারুনুর রশীদ, মহিউদ্দিন হায়দার,গোলাম মোস্তফা, বিকাশ কুমার দেব, মো.রফিকুল আলম, জনাব জারউল্লাহ, মনিরুজ্জামান, শিহাব উদ্দিন, অরবিন্দু বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল জলিল শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষক-কর্মচারির ন্যায়্য দাবির প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় অর্থমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন। শিক্ষক নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন যে, বঙ্গবন্ধুর উত্তরসুরী আপনি এবং আপনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষানীতি ২০১০ প্রনয়ন, আইসিটি শিক্ষা প্রচলন ও ৭০০০ আইসিটি শিক্ষককে এমপিওভুক্ত করেছে। ২০১০সালে ১৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, প্রায় ২৭০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ হয়েছে। আপনার সরকারই বেসরকারি শিক্ষক-কর্মচারিকে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূকরণ, বিনামুল্যে পাঠ্যবই বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, প্রতিটি উপজেলায় একটি স্কুল ও একটি কলেজ সরকারিকরণসহ শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আপনার বলিষ্ট নেতৃত্বে পদ্মাসেতু নির্মাণ, দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করণ, সন্ত্রাস দমন ও দেশের আইন-শৃঙ্খলার উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভুমিকাকে বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সাথে সাথে প্রত্যাশা ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে শিক্ষকদের যৌক্তিক এসকল দাবিও বাস্তবায়িত হবে। মহান স্বাধীনতার মাস মার্চে শহীদ মিনারের পবিত্র বেদিতে দাঁড়িয়ে শিক্ষক নেতৃবৃন্দ প্রত্যাশা করেন জাতরি জনকের স্বপ্নের সোনার বাংলা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলা গড়তে শিক্ষক সমাজের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে তাদের মর্যাদার আসনে আসীনকরে, সকল বৈসম্য দুরকরে শ্রেণিকক্ষে দায়িত্ব পালনের যথাযথ সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন।

‘শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটি,সিলেট‘র আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল জলিল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বেসরকারি শিক্ষক-কর্মচারির ন্যায্য দাবি আদায়ে অবিরাম ধর্মঘট চালিয়ে যাওয়ার ও ১৪ মার্চ ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারের মহাসমাবেশে দলে দলে উপস্থিত হওয়ার আহ্বান জানান। – বিজ্ঞপ্তি

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: