cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ইকড়ছই মির্জা বাড়ি গ্রামে ইকড়ছই মির্জা বাড়ি যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মির্জা সিরাজুল ইসলাম ও মির্জা রফিকুল বারীর যৌথ সভাপতিত্বে এবং মির্জা কাওসার, মির্জা ওদুদ, মির্জা তামীম ও মির্জা রুমেলের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন আল্লামা নুরুল ইসলাম খান। প্রধান বক্তার বয়ান পেশ করেন হযরত মাওলানা আবদুল মুনাঈম খান আনছারী।
বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি নাছির উদ্দিন সৌরভী, হযরত মাওলানা সৈয়দ আবদুর রাজ্জাক, মাওলানা মির্জা আবুল কালাম, হযরত মাওলানা হাবিবুর রহমান, হযরত মাওলানা আবদুল মোমিন, মাওলানা জাফর আহমদ সিরাজী প্রমূখ। এ সময় সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, মির্জা আতাউর রহমান, মির্জা হাফিজুর রহমান, মির্জা আবদুল কাইয়ূম, মির্জা মফজ্জুল হোসেন, মির্জা আবদুল বারী, মির্জা জিলু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মির্জা হাবিবুর রহমান, মির্জা দিলোয়ার হোসেন, মির্জা আলী আহমদ, মির্জা আমিনুর রহমান, মির্জা জুবায়ের জামান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জয়নাল আবেদীন, মির্জা মুহিবুর রহমান, অ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন, মির্জা দুলাল, মির্জা আবদুল মোমিন, মির্জা বাড়ি যুব সংঘের সদস্য মির্জা নিয়ন, মির্জা শওকত, মির্জা সাজান, মির্জা পাভেল, মির্জা অপু, মির্জা মওদুদ, মির্জা অনিক, মির্জা তামজিদ, মির্জা হামজা, মির্জা রাহিম, মির্জা তাওহিদ, মির্জা রেজা, মির্জা তৌফিক, মির্জা তোফায়েল, মির্জা অভি, মির্জা অহী, মির্জা মোতাহির, মির্জা হামীম, মির্জা রাহী সহ শতশত ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।