সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শরীরে তিল থাকলে যা হয়

লাইফস্টাইল ডেস্ক:: প্রত্যেকের শরীরে কোথাও না কোথাও তিল রয়েছে। এর কারণ হিসেবে বিজ্ঞান বলছে- ত্বকের এক জায়গায় একসঙ্গে অনেক কোষের জন্ম হলে তিল হয়। তবে যুগ যুগ ধরে জ্যোতিষ শাস্ত্র বলছে অন্য কথা। শরীরের তিলের সঙ্গে নাকি জড়িয়ে আছে ভাগ্যের ভালো-মন্দ। আসুন জেনে নেই কী বলছেন জ্যোতিষীগণ-

কপাল
কপালের মাঝখানে তিল থাকলে বুদ্ধির বিকাশ হয়। ডানদিকে থাকলে তিনি ভালো সঙ্গী হন। বামদিকে থাকলে তিনি খুবই ভাগ্যবান।

থুতনি
থুতনিতে তিল থাকলে তারা খুবই কেয়ারিং, আবেগপ্রবণ ও ভ্রমণপিপাসু। ডানদিকে থাকলে হয় যুক্তিবাদী। বামদিকে থাকলে স্পষ্টভাষি।

গাল
গালে তিল থাকলে বুদ্ধিমান, মেধাবি, অ্যাথলেট হতে পারেন। তবে এরা বেশ রগচটাও হয়ে থাকেন।

teel-in-1

নাক
নাকে তিল থাকলে পরিশ্রমী ও ভালো বন্ধু হন। তবে আত্মসম্মানবোধ প্রবল। ডানদিকে থাকলে যৌন চাহিদা বেশি, বামদিকে থাকলে সবকিছু কষ্ট করেই পেতে হবে।

ঠোঁট
তারা জীবনে সামনের দিকে তাকাতে পছন্দ করেন। এছাড়া কথা বলতে ও খেতে বেশ ভালোবাসেন।

বিশেষ অঙ্গ
এ অঙ্গে তিল থাকা মানে সে খুব ভালো এবং সৎ। ভালো জীবনসঙ্গীও হয়ে থাকেন। শারীরিক সম্পর্ক ছাড়াও সারা জীবনের বন্ধু হয়ে থাকেন।

teel-in-(1)

বুক
বুকে তিল থাকলে তিনি খুব ভালো মা হবেন। সন্তানের জীবনও সুখের হবে।

হাত
যাদের হাতে তিল রয়েছে; তারা খুবই পরিশ্রমী ও দক্ষ হয়ে থাকেন। তারা পরিশ্রমের মাধ্যমে সাফলতা অর্জন করেন।

পা
পায়ের তলায় তিল থাকলে তিনি ভ্রমণ করতে ভালোবাসেন। এছাড়া তার সুনাম-সুখ্যাতির ভাগ্যও খুব ভালো।

teel-in-(2)

পেট
পেটে তিল থাকলে মানুষটি আধ্যাত্মিক। ডানদিকে থাকলে অর্থভাগ্য ভালো, তবে বামদিকে থাকলে বেশ হিংসুটে হন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: