সর্বশেষ আপডেট : ২০ ঘন্টা আগে
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এক সপ্তাহের মধ্যে সুনামগঞ্জের হাওররক্ষা বাঁধের কাজ শেষ না হলে কঠোর কর্মসূচি

ডেস্ক রিপোর্ট:: পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেছেন, যাদের অবহেলা ও অনিয়মের কারণে সঠিকভাবে ও সময়মত বাঁধ নির্মাণ হয়নি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অতিসত্বর সকল হাওররক্ষা বাঁধের কাজ শেষ করতে হবে। সরকারী ভাবে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবছর দ্বিগুণ বরাদ্দ দেওয়া হয়েছে তারপরও এবছর কেন সঠিকভাবে কাজ হয়নি বলে অভিযোগ তার।

শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত এক মানব বন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমিতি, সিলেটের সভাপতি এডভোকেট মো: রাজউদ্দিন, সিলেটস্থ ধর্মপাশা উপজেলা উন্নয়ন ফোরাম এর সভাপতি ডা: এম এ আমীন, সুনামগঞ্জ সমিতির সহ সভাপতি কবির আহমদ, কলামিস্ট গোলাম সরওয়ার, জগন্নাথপুর সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খসরু, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার অর্থ সম্পাদক রজত সরকার, সহ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম,তাহিরপুর সমিতির উপদেষ্টা আব্দুল হাই মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসান আখঞ্জি , মধ্যনগর উন্নয়ন ফোরামের অর্থ সম্পাদক বাবুল হোসেন, সামাজিক ছাত্র সংগঠন আর সিএ’র উপদেষ্টা সজীব আহমদ সজল, সভাপতি আবুল বাশার জুয়েল, অপু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত বছর হাওরে ফসলহানীর পর হাওরে ছুটে গিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ মহল। আমরা আশা করেছিলাম এবার অন্তত সময়মত ও সঠিকভাবে হাওরের বাঁধ নির্মিত হবে। এ বছর হাওরের বাঁধে বরাদ্দও গতবছরের প্রায় দ্বিগুণ। কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ করলাম নির্ধারিত সময়ের মধ্যে মাত্র অর্ধেক বাঁধের কাজ হয়েছে। কিছু হাওরে বাঁধের প্রকল্পই নেওয়া হয়নি। আমরা চাই অতিসত্বর যেন নীতিমালা অনুযায়ী সকল বাঁধের কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের পর দশ দিন অতিবাহিত হলেও এখনো বেশিরভাগ হাওর রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় এবং নীতিমালা অনুসরণ না করে দুর্বল বাঁধ নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। আজ পর্যন্ত মাত্র ৬৫ ভাগ হাওর রক্ষা বাঁধের কাজ শেষ হয়েছে। ৯০ ভাগ বাঁধেই কাজ অসম্পূর্ণ রয়েছে। এমন অনেক হাওর রয়েছে যাতে বাঁধ নির্মাণের জন্য কোন প্রকল্প নেওয়া হয়নি। যেসব বাঁধে কাজ হচ্ছে এর প্রায় সবগুলোতেই নিয়ম অমান্য করে ৫০ মিটারের কম দুরত্ব থেকে মাটি এনে বাঁধ নির্মাণ হচ্ছে। এমনকি সঠিকভাবে কম্পেকশন করে মাট বসানোও হচ্ছে না। এতে বাঁধ দুর্বল হচ্ছে। আমরা মনে করি পি আই সি সহ বাঁধ নির্মাণে জড়িতদের অবহেলা ও অনিয়মের কারণে বাঁধ নির্মাণে এসব সমস্যা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাঁধ নির্মাণ কাজ শেষ না হলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: