cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
তারেক হাসান,কুলাউড়া:: মৌলভীবাজারের কুলাউড়ায় মনু রক্ষাবাধেঁর একটি অংশ হাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে গত বছর বর্ষামৌসুমে ভারী বর্ষনের ফলে অল্পের জন্য রক্ষা পেলেও এ বছর আসন্ন বর্ষা মৌসুমে মনু নদীতে পানি বৃদ্ধির সময় এই অংশটি নিশ্চিত ভাংগনের কবলে পড়বে বলে এলাকাবাসি আতংক গ্রস্থ হয়ে পড়েছেন। এ ইউনিয়নের গাজীপুর, হাসিমপুর, মাহতাবপুর, দাউদপুর, সাধনপুর, মন্দিরা ও দক্ষিন বারইগাঁও এ ৭টি স্থানের ভাংগন সর্বাধিক ঝুঁকিপূর্ন। এখনও বাঁধ মেরামতের কোন উদ্যোগ গ্রহন না করায় এলাকাবাসি উদ্বিগ্ন রয়েছেন। তাদের অভিযোগ গত বছরের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে পানি উন্নয়ন বোর্ড আগাম ব্যবস্থা নেয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করা হয় নি।
এলাকাবাসি জানান, গাজীপুরের এই স্থানটির রক্ষাবাঁেধর সামান্য অংশটি যদি পাহাড়ি ঢলের কবলে পড়ে তাহলে উপজেলার হাজীপুর ইউনিয়নের গাজীপুর, মাহতাবপুর, রজনপুর, ইসমাইলপুর, টুকলি, হাজীপুর, রণচাপ ও বড়খারবাড়ী প্রভৃতি গ্রাম মারাত্মক ভাবে প্লাবিত হওয়া ছাড়াও পাশর্^বর্তী রাজনগর উপজেলার পতনউষার ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হবে। এই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আব্দুর রৌফ বলেন, গত বছর বন্যার সময় তার ওয়ার্ডের রনচাপ গ্রামের ৪টি ভাংগন তিনি ব্যাক্তিগত অর্থব্যায়ে পানি উন্নয়ন বোর্ডের অনুরোধে মেরামত করে ভাংগনের কবল থেকে এলাকাবাসিকে রক্ষা করেছিলেন। আশা দেয়া সত্ত্বেও সেই অর্থ পানি উন্নয়ন বোর্ড এখনও পরিশোধ করে নাই।
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এর সহকারি প্রকৌশলি মোঃ মোখলেছুর রহমান তালুকদার জানান, বাঁধ মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বর্ষার আগেই বাঁধের ভাংগা অংশগুলো মেরামত করা হবে।