সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মার্কায় নয়, যোগ্যদের ভোট দেবে ফেঞ্চুগঞ্জের মানুষ

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা ::
দীর্ঘ ১৫বৎসর পর ফেঞ্চুগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রচার প্রচরণা এখন তুঙ্গে। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। রাত-দিন ঘুম হারাম করে চষে বেড়াচ্ছেন নির্বাচনি এলাকা। বসে নেই কর্মী সমর্থকরাও। সমান তালে ছুটছেন তারাও। ভোটারের গায়ে প্রার্থীদের হাত, দোয়া চাওয়া, উন্নয়নের প্রতিশ্রুতি, চা-নাস্তা খাওয়ানো সবই চলছে। ভোটাররাও সাড়া দিচ্ছেন। তবে দেশের জনগণ এখন আগের যেকোন সময়ের চেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আরো বেশী সচেতন। তাই মুখ খুলছেন না কেউই। তাদের বক্তব্য, মার্কা দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন তারা। এর আগে কোন কথা নয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা কুশিয়ারা নদী ভাঙ্গন কবলীত বিভিন্ন এলাকার সাধারণ ভোটারের সঙ্গে কথা হলে এমনই তথ্য জানা গেল।

সরেজমিনে জানা গেছে, ফেঞ্চুগঞ্জের মানুষের কাছে এবারের ইউপি নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে দলীয় ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তা পেয়েছে নতুন মাত্রা। দলীয় নেতাকর্মী-সমর্থকরা প্রার্থীর পক্ষে জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নারীরাও পিছিয়ে নেই। সমান তালে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন তারাও। দিন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী প্রচার প্রচারণা ততই জমে উঠছে। দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থী ও সমর্থকরা। হোটেল-রেষ্টুরেন্ট, চায়ের কাপে বইছে ভোটের ঝর। মুস্তাক আলী, উম্মর আলীসহ একাধিক স্থানীয় ব্যক্তি জানান, চেয়ারম্যান প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও কৌশলে প্রার্থীদের ভোট দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলেন, বিপদে-আপদে যাদের কাছে পাবো, যারা গরীবের দুঃখ-কষ্ট বুঝবেন, তাদেরকে ভোট দিব আমরা। নৌকা-ধানের শীষের কোন প্রার্থীকে এখানে খাট করে দেখার সুযোগ নেই। সব মিলিয়ে ভোটের ফলাফল কি দাঁড়ায়, তা দেখতে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় ৫ জন, বিএনপি দলীয় ৫ জন, জাতীয় পার্টি ১ জন প্রার্থীসহ মোট ২৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য ৫১ জন, সাধারণ সদস্য পদে ২৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৭৪ হাজার ৩০৩ জন। এর মধ্যে মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৭ হাজার ৪২৩ ও নারী ভোটার সংখ্যা ৩৬ হাজার ৮৮০ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: