সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘রাজনীতিতে নারী : অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষ আলোচনা সভা

ডেইলি সিলেট ডেস্ক ::

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর একটি হোটেলে ‘রাজনীতিতে নারী : অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘প্রেস ফর প্রসেস’ শ্লোগানের আলোকে বাংলাদেশে নারী রাজনৈতিক অংশগ্রহণ, অবস্থান ও ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে আরো সুদৃঢ় করতে বক্তারা মতামত তুলে ধরেন।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের আড়াই দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ও রাজনৈতিক দলের চালকের আসনে নারী। দুটি প্রধান দলের শীর্ষ পদে নারী নেতৃত্ব থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক কাঠামো নারীর ক্ষমতায়নে সহায়ক নয়। পুরুষতান্ত্রিক মানসিকতা ও তাদের রাজনীতিতে আশার পথে বাধা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার পূরণ করতে হলে তৃণমূল পর্যায় থেকে নারীর নেতৃত্ব গড়ে তোলার উপর জোর দিতে হবে। সংখ্যা পূরণই একমাত্র প্রতিকার নয়। রাজনৈতিক সংস্কৃতিকে এমন উন্নত পর্যায়ে নিতে হবে, যেখানে পুরুষের পাশাপাশি নারীর সমভাবে রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহী হয়। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাড়াতে পারলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলা সম্ভব। সভায় আসন্ন নির্বাচনে সাধারণ আসনে নারীর উল্লেখযোগ্য সংখ্যক মনোনয়ন ও ২০২০ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিটি কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বক্তারা গুরুত্বা আরোপ করেন। ইউএসআইডি ও ইউকে এইড এর যৌথ অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এই আলোচনা সভার আয়োজন করে।

২০১১ সাল থেকে এই সংগঠনটি বাংলাদেশে অধিকতর অংশগ্রহণ মূলক রাজনৈতিক পরিবেশ তৈরিতে কাজ করছে। আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেটিস ইন্টারন্যাশনালের সিলেট আঞ্চলিক কার্যালয়ের জ্যৈষ্ঠ আঞ্চলিক সমন্বয়ক সুদীপ্ত চৌধুরী। নারী দিবসের ইতিহাস তুলে ধরে মূল বক্তব্য রাখেন এডভোকেট সেজিন ওয়াজিয়া হোসেন। রিনা আক্তার ও তারান্নুম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী মোঃ জাফর সাদেক কয়েছ গাজী, মহানগর নগর বিএনপির সহসভাপতি অধ্যাপিকা সামিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নাজনীন হোসেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা মহিলা দলের সভাপতি কাউন্সিলর সালেহা কবির শেপি, মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াছমিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা আছমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এডভোকেট সালমা সুলতানা, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজি, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এজেড রওশন জেবিন রুবা, রাজনৈতিক ফেলো এডভোকেট খালেদ জুবায়ের, মোঃ জাহিদ সারোয়ার সবুজ, আব্দুল কাইয়ুম, জেলা আওয়ামী লীগ নেত্রী শামছুন নাহার মিনু, সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি রেহানা বেগম রেনু,এডভোকেট জরুরা জেছমিন, হাসনা হেনা চৌধুরী, রাশিদা সাইদা খানম, খয়রুন্নেছা শেলী, রেহানা পারভিন, ফাহিমা আহাদ কুমকুম, নাজমা বেগম, রুজি মতিন, ফেরদৌসী বেগম ইকবাল, মিসেস হেলেন আহমদ, শাহিদা তালুকদার, রতœা বেগম, মাহমুদা নাজিম রুবি, নার্গিস সুলতানা রুমি, খোদেজা ইসলাম দিনা, তাহসিন শারমিন তামান্না, ফাতেমা জামান রোজি, ডাঃ নাজরা চৌধুরী, ফারজানা বেগম ডালিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: