সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১ জুলাই ২০২২ খ্রীষ্টাব্দ | ১৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পুলিশি বাধায় বিএনপির অবস্থান কর্মসূচি পণ্ড

নিউজ ডেস্ক::
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের (পুলিশ) বিরুদ্ধে নির্ধারিত সময়ের আগেই পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পণ্ড করে দেয়ার অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

অভিযোগ উঠেছে, সকাল ১১ টা ৫০ মিনিটে বিএনপির কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এসময় কর্মসূচির ভেতর থেকেই আটক করা হয় ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজসহ ৩ জনকে। এসময় বিএনপির পক্ষ থেকে কর্মসূচিতে বাধা না দেয়ার জন্য পুলিশকে বলা হয়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে এসব ঘটনা ঘটে।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বারবার এমন পুলিশি বাধার ধিক্কার ও নিন্দা জানাই। সেসময় সরকারের পদত্যাগও দাবি করেন ফখরুল।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত এ অবস্থান কর্মসূচি সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল ১১ টায় শুরু হওয়ার কথা থাকলেও ১০ টা ৪০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতে ওলামা দলের সভাপতি এম মালেক পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দেশে সঙ্কট চলছে। এ সঙ্কট দূর করতে আগামী ডিসেম্বরে যে নির্বাচন, সেই নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের অপশাসনের অবসান ঘটাতে পারলে দেশের মানুষ মুক্ত হবে। আগামী নির্বাচনে আগে বিএনপি ও ২০ দল ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে অবস্থার পরিবর্তন ঘটবে বলে মনে করেন তিনি।

আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতেও নেতাকর্মীদের প্রতি আহবান জানান মওদুদ।

এদিন কর্মসূচিতে খালেদা জিয়ার মুক্তি দাবি সম্বলিত কালো পতাকা বহন করেন নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০ টা থেকেই দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হতে থাকেন। অপরদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলে আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থায় সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া কর্মসূচিকে কেন্দ্র করে সিডাপ মিলনায়তনের সামনে প্রিজন ভ্যান এবং সচিবালয়ের পাশে জল কামান ও সাঁজোয়া গাড়ি রাখা হয়।

কর্মসূচিতে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুস সালাম, জয়নুল আবেদীন ফারুক, এজেডএম জাহিদ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শামীমুর রহমান শামীম, মহিলা দলের নেত্রী আফরোজা আব্বাস, ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুনসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার মুঠোফোনে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

এর আগে গত সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার মুক্তির বৃহস্পতিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত অবস্থা কর্মসূচি পালন করা হবে। এ বিষয়েও পুলিশকে জানানো হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: