fbpx

সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ৩ জুন ২০২০ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ডিভোর্স ও ক্যারিয়ার নিয়ে যা বললেন সারিকা

বিনোদন ডেস্ক:: অনেকদিন নেই কোনো কাজে। সংসার ভাঙনের পর কিছুটা ব্যস্ত ছিলেন। তবে আবারও তিনি আড়ালে। সেই আড়াল ভেঙে গত সোমবার রাতে বেসরকারি রেডিও স্টেশন জাগো এফএম’র লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

সেখানে জানালেন বিয়ে ভাঙন, ক্যারিয়ার নিয়ে না কথা। বিয়ে ভাঙন নিয়ে উপস্থাপকের এক প্রশ্নের উত্তরে সারিকা বলেন ‘বিয়েকে এতো ফোকাস করার কিছু নেই। একটা মানুষের ফাইনাল ডেস্টিনেশন কখনো বিয়ে হতে পারে না। তার আরও অনেক কিছুই থাকে যেগুলো দিয়ে তার মানিবকতা, বেঁচে থাকাকে মূল্যায়ণ করা যায়।’

ডিভোর্স জীবনেরই একটা অংশ দাবি করে তিনি বলেন, ‘আমাদের এখানে ডিভোর্স নিয়ে অনেক গল্প হয়। তারকাদের ডিভোর্স হলে তো কথাই নেই। অথচ, ডিভোর্স জীবনেরই একটা অংশ। মানুষ অনেককিছুতেই ব্যর্থতার মুখ দেখে। সংসারেও তা হতে পারে। কেউ ইচ্ছে করে ভাঙনের মুখে পড়ে না। এটা কেউ বুঝতে চায় না। আমার জীবনে মনে আছে, ডিভোর্সের বিষয়ে যখন সবকিছু ফাইনাল হয়ে গেল, অনেকেই আমাকে সমবেদনা জানাচ্ছিল। কিন্তু কেন? আমার কি ক্যান্সার হয়েছে? বিয়ে যেমন জীবনের অংশ, ডিভোর্সও জীবনের অংশ। স্বাভাবিক বিষয়।’

এ সময় উপস্থাপক সারিকার সঙ্গে দু’একজনের প্রেমের গুজব প্রসঙ্গে কথা তুলেন। সারিকা এ বিষয়ে বলেন, ‘এগুলো মনগড়া বানানো। যাদের নিয়ে গুঞ্জন ছড়ানো হচ্ছে তাদের সঙ্গে ১০/১২ বছর ধরেই কাজ করছি। কিছু হলে আগেই হতে পারতো। এটা নিয়ে ইস্যু তৈরি করার কিছু নেই। আমিও বিব্রত হই, তারাও বিব্রত হয়। সবাই কাজের সহযোগী, ভালো বন্ধু।’

নিজের ক্যারিয়ার নিয়ে সারিকা বলেন, ‘একটা সময় অনেক কাজ করেছি। এখন বেছে বেছে করছি। কাজের জায়গায় একদমই পেশাদার আমি। এখানে ব্যক্তিগত কোনো বিষয় আসে না। আমার শত্রুর সাথেও যদি কাজ করতে হয় আমার সমস্যা নেই। কাজের জায়গাটা হলো এমন যেখানে আমার শতভাগ ডেডিকেশন থাকবে। কাজের প্রতি আমি সবসময়ই শ্রদ্ধাশীল।’

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: