cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsপ্রবাস ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সিডনি প্রবাসীরা। একই সঙ্গে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
রোববার বিকেলে অস্ট্রেলিয়ার সিডনিস্থ লাকেম্বার রেলওয়ে প্যারেডে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক হাসান তারেক ও কাউছার খানের উদ্যোগে এবং আল নোমান শামীমের সঞ্চালনায় এ কর্মসূচি আয়োজিত হয়।
প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র, সাংবাদিক ড. আবুল হাসনাৎ মিল্টন ও সাংবাদিক ড. শাখাওয়াৎ নয়ন।
বক্তারা বলেন, জাফর ইকবালের মতো শ্রদ্ধাভাজন দেশবরেণ্য শিক্ষকের ওপর এই ধরনের হামলা দেশে অশুভ শক্তির অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত বহন করে। আজ জাফর ইকবালের ওপর হামলা হয়েছে। কাল আরেক জনের ওপর হামলা হবে। সুতরাং আমরা কেউ-ই নিরাপদ নই।
জাফর ইকবালকে হত্যা চেষ্টার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন এবং লাকেম্বার রেলওয়ে প্যারেডে মৌন মিছিলের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন করা হয়।