cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsস্পোর্টস ডেস্ক::
ঘরের মাঠে পোর্তর সঙ্গে ড্র করে অজেয় হেকেই চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনালে উঠলো লিভারপুল৷
১৬ নম্বর রাউন্ডের প্রথম লেগে পোর্তর সঙ্গে প্রথম সাক্ষাতে ৫-০ ব্যবধানে জিতেছিল জার্গেন ক্লপের দল৷ ম্যাচটিতে হ্যাটট্রিক করেছিলেন লিভারপুলের সেনেগাল তারকা ফুটবলার সাদিও মান৷ দ্বিতীয় লেগে পোর্তর সঙ্গে ড্র করে সহজেই চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনালে পৌঁছল লিভারপুল৷
ঘরের মাঠে খেলতে নেমে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে লিভারপুল৷ খেলার ১৮ মিনিটে একটুর জন্য গোলপোস্ট মিস করে সাদিও মানের ডান পায়ের শট৷ ৩১ মিনিটে আবার সুযোগ পান লিভারপুলের সেনেগাল ফুটবলার সাদিও৷ জেমস মিলনারের দেওয়া পাস থেকে নেওয়া শট এবারও বাঁদিকের গোলপোস্টে লেগে ফিরে আসে৷
ঠিক এর ৫ মিনিট পর লিভারপুলের ক্রোশিয়ান ডিফেন্ডার লোভেরেনের হেড গোল মিস করে৷ গোল শূন্য অবস্থায় খেলার প্রথমার্ধ শেষ হয়৷
দ্বিতীয়ার্ধে বল নিজেদের দখলে রাখলেও সাদিওদের মত একইভাবে গোলের সুযোগ মিস করেন লিভারপুলের মিশরীয় তারকা ডিফেন্ডার মহম্মদ সালাহ৷
পুরো ম্যাচ জুড়ে চোখে পড়ার মত কোন সুযোগ তৈরি করতে পারেনি পোর্ত৷ ফলাফলহীনভাবেই শেষ হয় ম্যাচটি৷