cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিনোদন ডেস্ক:: বলিউডে রুপালি পর্দায় দ্যুতি ছড়ানো একসময়ের লাস্যময়ী তারকা রানী মুখার্জী আজকাল কিছুটা অনিয়মিত শোবিজ পাড়ায়। আর অনিয়মের কারন ছিলো রানীর মা হওয়াটা। তবে রানীর সন্তান কিছুটা বড় হওয়ায় আবারো রুপালি পর্দার জন্যে কাজে নেমেছিলেন রানী,স্বামী আদিত্য চোপড়ার অনুরোধে কাজ করেছেন ‘হিচকি’শিরোনামের ছবিটিতে।
সম্প্রতি কোলকাতার একটি দৈনিকে হিচকি নিয়ে কথা বলেন রানী। জানান দীর্ঘদিন পর রুপালি পর্দায় কাজ করতে নামাটা তার জন্যে ছিল বেশ চ্যালেঞ্জিং। তার উপর হিচকিতে তার চরিত্রটাও ছিলো বেশ দায়িত্বশীল। ছবিটি নিয়ে রানী বলেন ‘এই ছবিটার সবকিছুই স্পেশ্যাল। টুরেট সিনড্রোম নিয়ে আমাদের মধ্যে এখনও খুব একটা সচেতনতা নেই। আমি এমন একটা চরিত্রে অভিনয় করছি, যার এই রোগটা রয়েছে। তাই পুরো বিষয়টা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। আদিরার জন্মের হওয়ার পর আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যেটার একটা গুরুত্ব রয়েছে! কাজটার মধ্যে যেন একটা এক্স-ফ্যাক্টর থাকে, যার জন্য আমি মেয়েকে ফেলে রেখে কাজে যেতে রাজি থাকব।’
বহুদিন পর রুপালি পর্দায় ফেরা নিয়ে কিছুটা শংকাও রয়েছে রানীর মাঝে,তার ধারনা দর্শকরা তাকে ভুলে যান নি তো?