cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিনোদন ডেস্ক
চলচ্চিত্রপ্রেমি মানুষগুলো সারাবছর অপেক্ষায় থাকেন অস্কার আয়োজনের জন্য। কারণ চলচ্চিত্রের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে স্বীকৃত এটি। বরাবরের মতো এবারও বাংলাদেশ সময় মার্চের ৫ তারিখে ভোরবেলায় বসে অস্কার আসর। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় মূল্যবান স্বর্ণমূর্তি। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন জিমি কিমেল।
প্রতিবারের মতো এবারও ২৪টি ক্যাটাগরিতে দেয়া হয়েছে অস্কার। আর নবীন-প্রবীন মিলে সেগুলো জিতে নিয়েছেন আন্তর্জাতিক সিনেমা অঙ্গনে আলো ছড়ানো গুণী ব্যক্তিরা। চলুন জেনে নেয়া যাক ৯০তম অস্কারে কারা বিজয়ী হয়েছেন…
সেরা চলচ্চিত্র: দ্য শেপ অব ওয়াটার
সেরা পরিচালক: গিয়েরমো দেল তোরো
সেরা অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
সেরা পার্শ্ব–অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
সেরা পার্শ্ব–অভিনেত্রী: অ্যালিসন জ্যানি (আই, টনিয়া)
সেরা চিত্রনাট্য: গেট আউট
অ্যাডাপটেড স্ক্রিন প্লে: কল মি বাই ইয়োর নেম
বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র: আ ফ্যান্টাস্টিক ওম্যান
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: কোকো
ভিজ্যুয়াল ইফেক্টস: ব্লেড রানার ২০৪৯
সেরা ছবি সম্পাদনা: ডানকার্ক
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ডিয়ার বাস্কেটবল
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য সাইলেন্ট চাইল্ড
সেরা ডকুমেন্টরি শর্ট: হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫।
সেরা অরজিনাল স্কোর: দ্য শেপ অব ওয়াটার
সেরা গান: রিমেম্বার মি (কোকো)
সেরা সিনেমাটোগ্রাফি: ব্লেড রানার ২০৪৯
সেরা কস্টিউম ডিজাইন: ফ্যান্টম থ্রেড
সেরা প্রোডাকশন ডিজাইন: দ্য শেপ অব ওয়াটার
সেরা মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং: ডার্কেস্ট আওয়ার
সেরা শব্দ সম্পাদনা: ডানকার্ক
সেরা সাউন্ড মিক্সিং: ডানকার্ক
সেরা ডকুমেন্টরি ফিচার: ইকারাস