cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিনোদন ডেস্ক::
‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি’ ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয়ের জন্য এবারের অস্কারের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন স্যাম রকওয়েল। এছাড়া ‘আই টোনিয়া’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছে অ্যালিসন জেনি।
মঞ্চে এসে পুরস্কার নেওয়ার পর রকওয়েল বলেন, থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
আর পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে অ্যালিসন জেনি বলেন, আমি ভীষণ মুগ্ধ । এটা আমার জীবনের প্রথম অস্কার । আমি স্টিভেন রজার্স-এর সঙ্গে এখানে এসেছি । আজ আমি যে এখানে দাঁড়িয়ে, এটা তার জন্যই । অসম্ভব উত্তেজিত লাগছে । এরপর তিনি ‘আই, টনিয়া’ ছবির সকলকে এবং একাডেমি কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান ।
‘আই, টনিয়া’ চলচ্চিত্রে জ্যানি, টনির অপমানিত মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ।
আমেরিকার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে তারকাদের উপস্থিতিতে চলছে ৯০তম অ্যাকাডেমি বা অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান।
এদিকে, সেরা বিদেশি ভাষার ছবির অস্কার পুরস্কার জিতে নিয়েছে চিলির ‘আ ফ্যান্টাস্টিক ওম্যান’।