cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortsগোলাপগঞ্জ প্রতিনিধি ::
কাতারে সড়ক দূর্ঘটনায় সিলেটের গোলাপগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ঢাকাদক্ষিণ ইউপির দক্ষিণ সুনামপুরের জমির উদ্দিনের পুত্র দারা মিয়া (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা আমির উদ্দিন। তিনি জানান, নিহত দারা মিয়া শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে কাতারের একটি সড়কে সাইকেল চালাচ্ছিলেন। তখন পিছন দিকে এসে একটি কার ধাক্কা দিলে দারা মিয়া একটি পাথরের স্থুপে গিয়ে পড়েন। মারাত্মক আহত দারা মিয়াকে তাৎক্ষণিক কাতারের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। স্ত্রী লাকি বেগম ও মাহিন(৩) ও মাহবুব (১) নামে দুই ছেলের জনক দারা মিয়া দেড় বছর আগে কাতারে পাড়ি জমান। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমির উদ্দিন জানান, নিহতের মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।