cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিনোদন ডেস্ক:: আর মাত্র একদিন পরই লস এঞ্জেলসের ডলবি হাউজে পর্দা উঠবে ৯০ তম একাডেমি অ্যাওয়ার্ড অস্কারের। প্রস্তুত করা হয়েছে মঞ্চ,লাল গালিচাও প্রস্তুত রুপালি পর্দার তারকাদের পদধুলি নিতে। তবে এসব কিছুকে ছাপিয়ে এবার আলোচনায় আসলো ৯০ তম অস্কার পুরস্কারের স্ট্যাচু।
জানা যায় ডলবি হাউজের সামনেই বসানো হয়েছে একটু স্ট্যাচু। আর সে স্ট্যাচুতে শোভা পেয়েছে গত বছর যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হলিউড প্রযোজক ও পরিবেশক হার্ভে ওয়াইনষ্টিন। অর্ধেক খোলা বাথরোব পরে, এক হাতে অস্কার অ্যাওয়ার্ড নিয়ে সোফায় বসে থাকা মূর্তিটি যৌন হেনস্থায় অভিযুক্ত হার্ভি ওয়াইনস্টিনের সে ব্যাপারটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গনমাধ্যমগুলো। প্রতিবাদ স্বরুপ এই স্ট্যাচুটি বসিয়েছে প্লাস্টিক জেসাস নামে একটি চিত্রকলা সংগঠন। তারা এটিকে অভিহিত করেছে অস্কার স্ট্যাচু হিসেবে ।
গত বছর অক্টোবরে হার্ভের বিরুদ্ধে প্রাথমিক ভাবে হলিউডের ১২জন অভিনেত্রী যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এ অভিযোগের ভিত্তিতে অস্কার কমিটি ও তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হয় হার্ভে ওয়াইনস্টিনকে।