cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিনোদন ডেস্ক:: বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম ‘হাউসফুল’। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবির তিনটি কিস্তি। গতবছরের অক্টোবরে এর চতুর্থ কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। তবে এতে কে কে অভিনয় করবেন সে বিষয়ে তখন চূড়ান্ত কিছু জানানো হয়নি।
জানা গেছে ‘হাউসফুল ফোর’-এ অভিনয় করতে যাচ্ছেন ডাবাং খ্যাত নায়িকা সোনাক্ষী সিনহা। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সাজিদ খান ও সোনাক্ষী সিনহা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। কয়েক দিনের মধ্যে সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠানে যাবেন সোনাক্ষী এবং এ বিষয়ে চূড়ান্ত করবেন।’
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সোনাক্ষী কিংবা সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। তবে খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। ২০১৯ সালের দীপাবলির সপ্তাহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
জানা গেছে, ‘হাউসফুল ফোর’ নির্মিত হবে পুনর্জন্মের গল্প নিয়ে। এটি পরিচালনা করবেন সাজিদ খান। ২০১৯ সালের দেওয়ালিতে মুক্তি পাবে ছবিটি। প্রতিবারের মতো এবারের পর্বেও পাওয়া যাবে অক্ষয় কুমার ও রিতেশ দেশমুখকে। তবে অভিষেক বচ্চন থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, ছবিতে নতুনভাবে যুক্ত হবেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত ও জন আব্রাহাম।
‘হাউসফুল ফোর’ প্রসঙ্গে প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা বলেন, ‘চতুর্থ পর্বের জন্য আমাদের অনেক মজার বিষয়বস্তু রয়েছে। কারণ এর প্লটটি পুনর্জন্ম নিয়ে। এটি নিয়ে আমাদের অনেক বড় পরিকল্পনাও রয়েছে এবং এ কারণে মনে হয়েছে ২০১৯ সালের বিশেষ দিনটিতে ছবিটি মুক্তি দিতে
এর আগে ২০১০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হাউসফুল’। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘হাউসফুল টু’। সর্বশেষ ‘হাউসফুল থ্রি’ মুক্তি পায় ২০১৬ সালে। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল এ সিনেমাটি।