সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফের বাড়তে পারে শীতের দাপট

ডেইলি সিলেট ডেস্ক ::

টানা কয়েকদিন পর অবশেষে কুয়াশার চাদর ভেদ করে উঁকি দিয়েছে সূর্য। সঙ্গে কিছুটা বেড়েছে তাপমাত্রাও। এতে শীতের অনুভূতি ক্ষীণ হয়ে আসলেও দেশের ৮ জেলায় এখনো দাপটে শৈত্যপ্রবাহ। যা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বর্ধিত ৫ দিনের শেষের দিকে ফের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মঙ্গল ও বুধবার (১৩-১৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এই দু’দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বর্তমানে রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার পর্যন্ত বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এদিকে বৃহস্পতি, শুক্র ও শনিবার (১৫-১৭ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে এই ৩ দিনেও শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট থাকতে পারে।

এরমধ্যে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি শুক্রবার দিন ও রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে। তবে আগামী শনিবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: