সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ক্যারিবীয় সাগরে নৌকায় আবারও মার্কিন হামলা, নিহত ৪

ডেইলি সিলেট ডেস্ক ::

মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক চোরাচালানকারী নৌকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আরও একটি মারাত্মক হামলা চালিয়েছে। হামলায় চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

গত ২ সেপ্টেম্বর ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলায় একটি নৌকাকে দুবার লক্ষ্যবস্তু করার বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে এসব হামলা নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। আর সর্বশেষ হামলাটি সেসব সমালোচনা চলার মধ্যেই চালানো হলো। বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ করা একটি পোস্টে, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড বলেছে, সর্বশেষ হামলাটির বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সরাসরি নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, একটি সন্ত্রাসী সংগঠনের পরিচালিত একটি নৌকার উপর আন্তর্জাতিক জলসীমায় প্রাণঘাতী ‘কাইনেটিক স্ট্রাইক’ চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও জানায়, গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে নৌকাটি অবৈধ মাদক বহন করছিল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত নারকো-ট্র্যাফিকিং রুট ধরে যাচ্ছিল। নৌকাটিতে থাকা চারজন পুরুষ নারকো-সন্ত্রাসী নিহত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প প্রশাসন মাসব্যাপী এই অভিযানে ৮০ জনেরও বেশি সন্দেহভাজন মাদক চোরাচালানকারীকে হত্যা করেছে।

তবে ২ সেপ্টেম্বরের হামলা নিয়ে প্রকাশিত তথ্যের বিষয়ে মার্কিন কংগ্রেসে দ্বিদলীয় কমিটিগুলোর পক্ষ থেকে নতুন করে তদন্ত শুরু করা হয়েছে।

হোয়াইট হাউস অস্বীকার করেছে যে হেগসেথ প্রাথমিক হামলার পর নৌকাটিতে দ্বিতীয়বার আঘাত হানার নির্দেশ দিয়েছিলেন। এর পরিবর্তে তারা বলেছে, অ্যাডমিরাল ফ্রাঙ্ক ‘মিচ’ ব্র্যাডলি দ্বিতীয় হামলার নির্দেশ দিয়েছিলেন, যার মাধ্যমে প্রথম হামলায় বেঁচে যাওয়া দু’জনকে হত্যা করা হয়েছে বলে মনে করা হয়।

হোয়াইট হাউস বলেছে, দ্বিতীয় হামলাটিও সশস্ত্র সংঘাতের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। আইনী বিশেষজ্ঞরা বলেছেন, নিরস্ত্র যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা একটি যুদ্ধাপরাধ। সামরিক বাহিনীর নিজস্ব ম্যানুয়াল বলে যে, ডুবন্ত জাহাজের ওপর গুলি চালানো অবৈধ।

ব্র্যাডলি বৃহস্পতিবার ক্যাপিটল হিলে রুদ্ধদ্বার ব্রিফিংয়ের একটি সিরিজের জন্য উপস্থিত হন। তিনি জাহাজে থাকা সকল ব্যক্তিকে মেরে ফেলার নির্দেশ পেয়েছিলেন বলে অস্বীকার করেন। এদিকে, আইনপ্রণেতারাও ব্রিফিং সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থার মতে, সিনেট ইন্টেলিজেন্স কমিটির প্রধান ও রিপাবলিকান দলের সিনেটর টম কটন বলেন, ব্র্যাডলি খুব স্পষ্টভাবে বলেছেন, কোনো রকম ক্ষমা না করা বা তাদের সকলকে মেরে ফেলার মতো এমন কোনো নির্দেশ তাকে দেওয়া হয়নি।

হাউস আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ অ্যাডাম স্মিথ বলেছেন, নির্দেশটি মূলত ছিল- মাদক ধ্বংস কর, নৌকায় থাকা ১১ জনকে মেরে ফেল।

অ্যাডাম স্মিথ বলেন, হামলার ভিডিওতে দেখা গেছে যে বেঁচে যাওয়া ব্যক্তিরা মূলত অচল নৌকার ধনুকের সঙ্গে ঝুলে থাকা গেঞ্জিবিহীন দুজন ব্যক্তি, যারা পানিতে ভেসে থাকার চেষ্টা করছিল যতক্ষণ না ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়।

২ সেপ্টেম্বরের হামলার ঘটনা প্রকাশ হওয়ার আগেও, অধিকার গোষ্ঠীগুলি এই হামলাগুলিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে।

ট্রাম্প প্রশাসন এই হামলাগুলিকে তথাকথিত ‘নারকো-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে একটি বৃহত্তর ‘যুদ্ধে’র অংশ হিসেবে তুলে ধরেছে, যদিও কংগ্রেসের মাধ্যমে কোনো যুদ্ধ ঘোষণা বা বল প্রয়োগের আইন অনুমোদিত হয়নি।

এই সর্বশেষ হামলাটি এমন এক সময়ে হলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে সামরিক শক্তি বাড়ানো অব্যাহত রেখেছে, ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন যে ‘খুব শিগগিরই’ স্থল হামলা হতে পারে।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো বলেছেন, মার্কিন চাপ সৃষ্টির এই অভিযান তার সরকারকে উৎখাত করার লক্ষ্য নিয়ে করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: