সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি সরকারের প্রধানমন্ত্রী

ডেইলি সিলেট ডেস্ক ::

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে তাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ খবর জানিয়েছে ইয়েমেনি সংবাদমাধ্যম আল-জুমহুরিয়া।

অন্য এক স্থানীয় মাধ্যম এডেন আল-ঘাদ জানায়, প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই তার আরও কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে প্রাণ হারান।

ইসরায়েলের হিব্রু সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন উচ্চপদস্থ কর্মকর্তার ওপর হামলা চালানো হয়। তবে প্রধানমন্ত্রীর ওপর আলাদা করে লক্ষ্যভেদী হামলা পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি সূত্র জানায়, প্রতিরক্ষামন্ত্রীসহ হুতির শীর্ষ নেতারা সানায় তাদের নেতা আব্দুল মালেক আল-হুতির ভাষণ শোনার জন্য সমবেত হয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানেই বিমান হামলা চালানো হয়। জায়গাটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও তা ভেদ করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালাতে সক্ষম হয়। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

২০১৫ সালে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সানা দখল করার পর তৎকালীন প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসু হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং হুতিদের সরকারকে অবৈধ ঘোষণা করেন। এর পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান চালালেও হুতিরা রাজধানীর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন আহমেদ আল-রাহাউই।

হুতিরা সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছিল। এর মধ্যেই তাদের প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: