সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নির্বাচনের কার্যক্রম সবার আগে জামায়াত শুরু করেছে: আমীর হামজা

ডেইলি সিলেট ডেস্ক ::

কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি আমীর হামজা বলেছেন, দেশে নির্বাচনের সকল কার্যক্রম সবচেয়ে আগে শুরু করেছে জামায়াত ইসলাম। অন্য কোনো রাজনৈতিক দল এখনো এভাবে কার্যক্রম শুরু করতে পারেনি।

সোমবার (২৫ আগস্ট) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ট্রলি, হুইল চেয়ার ও মেডিকেল সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হামজা বলেন, ‘বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে যে, জামায়াত ইসলাম নির্বাচন পিছিয়ে দিতে চাই। অথচ সত্য হলো, দেশের নির্বাচনি কার্যক্রম জামায়াতই প্রথম শুরু করেছে। আমরা অন্য দলগুলোকেও আহ্বান করছি, মাঠে নেমে কাজ শুরু করুন। তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতি শুধু জামায়াতের নয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দলই এ পদ্ধতি বাস্তবায়নের পক্ষে। পৃথিবীর ৯১টি দেশে এ পদ্ধতি চালু রয়েছে এবং তারা এর সুফল পাচ্ছে। আমরা আশা করছি, যারা দায়িত্বে আছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিনের কাছে ট্রলি, হুইল চেয়ার ও অন্যান্য মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাসেম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আব্দুল গফুর, শহর জামায়াতের আমির মাওলানা এনামুল হকসহ জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: