সর্বশেষ আপডেট : ২৩ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ক্যামেরুন সীমান্তে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত অন্তত ৩৫

ডেইলি সিলেট ডেস্ক ::

ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনী। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের সশস্ত্র জঙ্গি হিসেবে দাবি করেছে দেশটির সরকার।

নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ) জানিয়েছে, শনিবার (২৩ আগস্ট) বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, সেনাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা। অভিযানের পর সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় সামরিক বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়। এ অঞ্চল প্রায়ই বোকো হারাম ও আইএসআইএল–সংঘটিত আইএসডব্লিউএপি গোষ্ঠীর হামলার শিকার হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে তারা সেনা ঘাঁটি দখল করে সৈন্য হত্যা ও অস্ত্র লুট করছে।

জাতিসংঘের তথ্যমতে, নাইজেরিয়ায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২০১৫ সালের পর সহিংসতা কিছুটা কমলেও এ বছর থেকে হামলা আবার বৃদ্ধি পেয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি নাইজেরিয়ার কাছে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে বোমা, রকেট ও গোলাবারুদ, যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সরঞ্জাম সরবরাহ সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: