![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বুধবার এ বিক্ষোভ মিছিল করে দলটি। ঢাকায় দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা আদায় করতে না দেয়া এবং গায়েবানা জানাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হয়।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ভোলা, গাইবান্ধা, কুমিল্লা, কুমিল্লা দক্ষিণ জেলা, টাঙ্গাইল, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী মহানগরী, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করে জামায়াত। মিরপুর সাড়ে ১১ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।