![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রাজবাড়ী সদরে বিষধর সাপের কামড়ে এক স্কুলশিক্ষার্থী মারা গেছে। বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরী হলেন, গ্রামের সিরাজুল ইসলাম জমাদারের মেয়ে শেফা খাতুন (১৫)। তিনি উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের চাচা জহিরউদ্দিন জমাদার জানান, শেফা বুধবার (১৬ আগস্ট) বিকেলে বাড়ির সামনের বাথরুমে যায়। পরে সেখান থেকে বের হয়ে ঘরে ফেরার সময় তাকে সাপে কামড় দেয়। এ সময় পাশের বাজিতপুর গ্রামের কৃষক পান্না মোল্লাকে এনে দুই ঘণ্টা শেফাকে ঝাড়ফুঁক করানো হয়। এতে তার অবস্থা আরও খারাপের দিকে যাওয়ায় সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকেলে শেফাকে সাপে কামড় দেয়ার পর স্থানীয় কৃষক পান্না প্রায় দুই ঘণ্টা ঝাড়ফুঁক করে। তবে সাপে কামড় দেয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে শেফাকে হয়তো বেঁচে যেত।