সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪শত টাকা দিতে হবে —চা শ্রমিক ফেডারেশন

চা শ্রমিকের জীবনমান উন্নয়নে দৈনিক মজুরি ন্যুনতম ৪শত টাকা নির্ধারণসহ ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

মোমিনছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি লিটন কুমার মৃদার সভাপতিত্বে ও সন্দিপ রঞ্জন নায়েকের পরিচালনায় গোলটেবিল বৈঠক বক্তব্য রাখেন প্রবীন রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাসদ মৌলভীবাজার জেলা আহ্বায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ,গণতন্ত্রী পার্টির সভাপতি আরিফ মিয়া, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম এ মতিন, অধ্যাপক ডঃ আবুল কাশেম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম, সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মিরর সম্পাদক আহমেদ নূর, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল ও সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সুরমা ভ্যালী সভাপতি রাজু গোয়ালা, রাজনগর চা বাগানের ইউ সদস্য বিপ্লব মাদ্রাজি প্রমুখ। উপস্হিত ছিলেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিভিন্ন চা বাগানের প্রতিনিধিবৃন্দ।

গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকের জীবনমান উন্নয়নে ৪শত টাকা নিশ্চিত করতে হবে। ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, মালিকরা ন্যায্য মজুরি,চিকিৎসা,শিক্ষা ব্যবস্থা নিয়ে সাথে এক ধরনের প্রতারণা করে আসছে। আন্দোলনের মধ্য দিয়ে মজুরি বোর্ড গঠন হলেও এখন প্রায় ১৩মাস অতিবাহিত হলেও এখনো নতুন মজুরি চুক্তি সম্পাদিত হয়নি। বক্তারা চা শ্রমিক ফেডারেশনের আন্দোলনে সংহতি জানিয়ে অবিলম্বে ৪শত টাকা দৈনিক মজুরি নিশ্চিত করা দাবি জানান। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: